সাতকানিয়ায় আটক ১১

0
65

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের প্রথম দিনে সাতকানিয়া উপজেলা এলাকায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, রাশেদুল ইসলাম (২২), আবদুল মজিদ (৬০), কামাল উদ্দিন (২৩), আজিজুল মান্নান (২৫), মো. সেলিম (৩০), মো. শরীফ (২০), এরশাদ (২৮) আব্দুল মজিদ (২৪) ও মো. আলম (২২)।

এদের মধ্যে আজিজুল, সেলিম ও আলমের বাড়ি কক্সবাজার জেলায় এবং অন্যরা সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লোকমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় জামায়াত-শিবিরের হয়ে নাশকতামূলক কর্মকান্ড চালানোর অভিযোগ রয়েছে।

“আটককৃতদের মধ্যে সাতকানিয়া উপজেলার বাইরের এলাকা থেকে আসা কয়েকজন রয়েছেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটে হিসেবে সাতকানিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছেন।”

আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।