সাতটি সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি

0
145

সাতটি সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে নগরীর জিইসি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।  এতে যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম জানান, নগরীর কলেজিয়েট, নাসিরাবাদসহ ৮-১০টি স্কুলের কয়েকশ শিক্ষার্থী আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান ধর্মঘট শুরু করে।  তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানাতে থাকে।

‘জিইসি মোড়ের সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে।  এমনিতেই সেখানে যানজট লেগে থাকে। এরপর আবার স্কুলের ছেলেরা সেখানে অবরোধ করায় আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।  পুলিশ প্রথমে তাদের রাস্তা থেকে সরে গিয়ে মানববন্ধন করতে বলেছিল।  কিন্তু তারা রাজি না হওয়ায় সরিয়ে দেয়া হয়। ’

তবে শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা থেকে সরাতে গিয়ে পুলিশ তাদের পিটিয়েছে।  এতে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী শরীরে আঘাত পেয়েছেন।

তবে মারধরের অভিযোগ নাকচ করে খুলশি থানার ওসি মো.নিজাম উদ্দিন বলেন, শত, শত ছাত্র হঠাৎ এসে রাস্তার উপর বসে স্লোগান দিচ্ছে।  তাদের কি মারধর করার সুযোগ আছে ? কোমলমতি শিশু, এদের আমরা মারব কেন ? হুইসেল বাজানোর সাথে সাথে এরা দৌড়াদৌড়ি শুরু করে।  নিজেরাই রাস্তা ছেড়ে চলে গেছে