সান ফ্রান্সিসকোতে বোয়িং বিধ্বস্ত, নিহত ২

0
97
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০৭ জন যাত্রী নিয়ে একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণের পর বিধ্বস্ত হয়ে  কমপক্ষে দু’জন নিহত হয়েছে।সান ফ্রান্সিসকোতে বোয়িং বিধ্বস্ত, নিহত ২

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট ২১৪ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ছেড়ে আসে। বিমানটিতে ২৯১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিল।
সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের মুহূর্তে বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা জরুরি প্রয়োজনে ব্যবহারের দরজা দিয়ে লাফিয়ে বের হয়ে পড়েন।
দুর্ঘটনায় বিমানের একটি ইঞ্জিন ও লেজ ভেঙ্গে বিমান থেকে আলাদ হয়ে যায়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র লরা ব্রাউন জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে মনে হয়েছে, বিমানটি সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের ২৮এল রানওয়েতে অবতরণে পর বিধ্বস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় দুর্ঘটনা কবলিত বিমানের এক যাত্রী জানান, “বিমানের পেছনের লেজ ভেঙে গেছে। আমরা লাফিয়ে নেমে প্রাণে বেঁচে গেছি।”
সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে মুখপাত্র র‌্যাচেল কেগান জানান, দুই শিশুসহ আটজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এশিয়ানা এয়ারলাইন্স জানায়, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৪১ জন চীনের, ৭৭ জন দক্ষিণ কোরিয়ার এবং ৬১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় নিহত দু’জন চীনের নাগরিক।অবতরণের বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৭৭ বিমান। ছবি: বিবিসি অনলাইন