সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী আর নেই

0
434


শফিউল আলম,রাউজান:
রাউজানের উরকিচর ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উরকিরচর হারপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে আনোয়ার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ কন্যা, ৩ ভাই, ৭ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বেশ কিছুদিন দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নিজ গ্রামের বাড়ী উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মোহাম্মদ তকি জামে মসজিদের উত্তর পার্শ্বস্থ ময়দানে মরহুমের বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন এবং শোক প্রকাশ করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কলিম সরওয়ার, রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু, উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, শিকারপুর চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, জসিম উদ্দিন চৌধুরী যশু, নুরুল আবছার মিয়া, ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, আনোয়ার আজম, জাকির হোসেন, দুলাল কান্তি বড়–য়া, দিদারুল আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারন সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, মহিউদ্দিন ইমন, জাহাঙ্গীর সুমন প্রমুখ। উল্লেখ্য মরহুম চেয়ারম্যান আনোয়ার চৌধুরী হারপাড়া গ্রামের মিয়ার বাড়ীর মৃত আবদুল লতিফের ৩ ছেলে ৭ মেয়ের মধ্যে ২য় ছেলে। তিনি উরকিরচর ইউনিয়ন পরিষদের ২ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৪ বছরেরও বেশি দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দায়িত্বে ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার চৌধুরী গত দুই মাসেরও বেশি সময় ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুর ও ভারতে নানা হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। তার অকাল মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করে মরহুমের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।