সাবেক মন্ত্রী এম. এ মান্নানের স্মরণ সভা

0
59

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় উপ-প্রধান এম.এ মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ সেপ্টেম্বর ২০১৪খ্রি. রবিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি সাবেক কমিশনার হাজী জয়নাল আবদীন এতে সভাপতিত্ব করেন। আলোচনা করেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, হৃদয়ে বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, সাংগঠনিক সম্পাদক ডা. মাহমুদুল হাসান, ডা. রাজিব চক্রবতি, পরিষদ নেতা আবু সুফিয়ান, জসিম উদ্দিন, আসিফ ইকবাল, সাখাওয়াত হোসেন সওকত, শ্রী সুভাষ দাশ , শ্রী কৃষ্ণ দাশ, শ্রী রাধা বৈদ্য, এনামুল হাসান হৃদয়, আজিম উদ্দিন, প্রান্তিক পূণ্যার্ঘ বড়ুয়া, অভিষেক দাশ, বিশাল চৌধুরী বাঁধন, আশিষ নাথ, আলফাজ সহ অন্যরা। স্মরণ সভার পূর্বে জননেতা মরহুম এম.এ মান্নানের কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও পুষ্প অর্পন করা হয়। স্মরণ সভায় আলোচকগন জননেতা এম.এ মান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শের প্রতি অবিচল আস্থা, সৎ ও নিষ্ঠাবান জীবন চরিত আলোচনা করেন। তারা বলেন, মরহুম এম.এ মান্নান রাজনৈতিকদের নিকট অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তারা বলেন, সত্য ও ন্যায়ের প্রতীক এম.এ মান্নান বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের হৃদয়ে চিরদিন থাকবে।