সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর কবরে মেয়রের শ্রদ্ধা

0
61

সাবেক মন্ত্রী, জননেতা ও মহান মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১ জুলাই রবিবার, সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মরহুম জহুর আহমদ চৌধুরী কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মেয়র মহান মুক্তিযুদ্ধে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, স্বাধীনতার পর তিনিই সর্ব প্রথম ইষ্টার্ণ জোনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি বলেন জহুর আহমদ চৌধুরী সৎ, ত্যাগী আদর্শবান দেশ প্রেমিক রাজনীতিক ছিলেন। তাঁর জীবনী অনুসরণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় চসিক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, তারেক সোলাইমান সেলিম ও হাসান মুরাদ বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন। পরে মেয়র মরহুম জহুর আহমদ চৌধুরীর জৈষ্ঠপুত্র চট্টগ্রাম মাহনগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সহ ধর্মিনী সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার শাহনাজ মাহতাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।