সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করুন সরকারকে সিইউজে

0
99

0সাম্প্রদায়িক হামলা মোকাবেলা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সমাবেশ থেকে। সমাবেশটিতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীলগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গতকাল দুপুরে সিইউজে সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, মানবাধিকার সংগঠক ডা. বি. বি. রায় চৌধুরী।
বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, শিক্ষক নেতা এম এ ওয়াহাব চৌধুরী ও সৈয়দ লকিতুল্লাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য রণজিৎ রক্ষিত, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সহসভাপতি অঞ্চল চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সিইউজে সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ, চট্টগ্রামের প্রধান সমন্বয়কারি শওকত বাঙালি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অনুপ সাহা, সাবেক ওয়ার্ড কাউন্সিল জামাল হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মঞ্জুরুল কাদের মঞ্জু, সিইউজে নির্বাহী সদস্য স্বরূপ ভট্টাচার্য, সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবু, রোকসারুল ইসলাম, তমাল চৌধুরী, প্রদীপ নন্দী, শহীদুল্লাহ শাহরীয়ার, সুমীমা ইয়াছমিন, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ রফিক, আবুল ফজল বাবুল, রাহুল দাশ, তাজুল ইসলাম পলাশ, মহররম হোসেন, এসজিও কর্মী মোহাম্মদ শহীদ, যুবনেতা শহীদুর রহমান, মহিউদ্দিন মহি, মঈনুর রহমান, ছাত্রনেতা শফিউল আলম জিপু, আমজাদ হোসেন টুটুল, মিজানুর রহমান প্রমুখ ।