সারাদেশে উন্নয়নের নামে চলছে দুর্নীতির মহা উৎসব

0
99

বোয়ালখালীর পোপাদিয়ায় ইফতার মাহফিলে আবু সুফিয়ান

চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বলেছেন, সারাদেশে লোক দেখানো উন্নয়নের নামে চলছে এখন দুর্নীতির মহা উৎসব। চট্টগ্রামে যে মুখরোচক প্রকল্পগুলো হাতে নিয়েছে তার চেয়ে চট্টগ্রামে এমুহুর্তে বেশি দরকার বোয়ালখালীর কালুর ঘাট সেতুর বাস্তবায়ন। চট্টগ্রামবাসীর দুঃখ এ সেতু দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সেতুর উপর গাড়ী বিকল হয়ে ও যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি অসহনীয় পযায়ে পৌছেছে। যে কোন সময় ঘটে যেতে পারে মর্মান্তিক বিপর্যয়। অথচ দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুঃখ দুদর্শা লাগবে সরকারের কোন ইতিবাচক প্রদক্ষেপ নেই। চট্টগ্রামে এখন যে উন্নয়ন হচ্ছে তা চমক দেখানোর উন্নয়ন। তিনি আজ ২৪ মে শুক্রবার বিকেলে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন। এতে আবু সুফিয়ান বলেন, নগরীর বহদ্দার হাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সড়কটির একপাশ চার বছর ধরে বন্ধ রয়েছে। এ সড়কের কারণে জনগণের ভোগান্তি ও দুর্ভোগ আরও বেড়ে গেছে। সড়কের সংস্কারের দাবিতে সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই সড়কটির দায়িত্ব কার? তিনি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ডা. মহসিন খান তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজো বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: ইসহাক চৌধুরী, সহ-সভাপতি শহীদুল্লাহ চৌধুরী। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা রহমত আলী, মোঃ সেলিম, আইয়ুব খান, সৈয়দ সাইফুদ্দীন, আমিনুল ইসলাম মুন্সি, এম এ মান্নান, আইয়ুব আলী, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ-সভাপতি ম. হামিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আব্বাস, গোলজার হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, গোলাম হোসেন নান্নু, মোঃ নাসের, আবুল বশর, কফিল উদ্দিন, মোঃ জাহেদ, ছাত্রদল নেতা মহসিন খোকন, মতিউর রহমান রাসেল, এনামুল হক সজিব, মোঃ বেলাল, রিহাদ উদ্দীন প্রমুখ।