সাহিত্য পাঠচক্রের প্রীতিলতার স্মরণ আলোচনা

0
50

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী মাষ্টার দা সুর্যসেনের অন্যতম সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৫তম আত্মাহুতি দিবস স্মরণে বীরকন্যা প্রীতিলতা বাঙালী নারী জাগরণের বাতিঘর শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে গতকাল ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় নগরীর কায়সার নিলুফার কলেজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মনজুর মাহমুদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট লেখক শেখ মোঃ ওমর ফারুক চৌধুরী। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রেরর সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা কবি নিশাত হাসিনা শিরিন, চট্টগ্রাম ইতাহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ-দীন, লিয়াকত হোসেন, অমর দত্ত, রাশেদ মাহমুদ, ইমতিয়াজ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বীরকন্যা প্রীতিলতা আমাদের বাঙালীর অহংকার, বাঙালীর নারী সমাজের মুক্তির দিশারী। যাদের আতœত্যাগে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। নিজেরা নানা পেশা আর ইতিহাস ঐতিহ্যে আলাদাভাবে পৃথিবীতে স্থান করে নিচ্ছি। ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশপ্রেম আর দেশের মানুষের কাছে দায়বদ্ধতার প্রতিদান হিসেবে সেদিন ব্রিটিশদের কাছে আপোষ না করে নিজ উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। যাদের লাল রক্তের প্রতিদান আমরা কখনো প্রতিদান দিতে পারবনা। তবুও আমাদেরকে বীরকন্যা প্রীতিলতাদের মত আতœত্যাগ আর দেশপ্রেমের মহান শিক্ষায় নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। সভার শুরুতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারসহ সকল শহীদদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।