সিএইটি-অবজারভার ডট কমের যাত্রা শুরু

0
73

এম নাজিম উদ্দিন,রাঙামাটিঃ রাঙামাটিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন পত্রিকা সিএইটি-অবজারভার ডট কম।
শুক্রবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে থেকে অনলাইন পত্রিকাটির উদ্ধোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন,প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,নানিয়ার কলেজের অধ্যক্ষ সন্তোষ চাকমা।স্বাগত বক্তব্য দেন অনলাইন পত্রিকা সিএইটি-অবজারভার ডট কম এর প্রতিষ্ঠাতা সম্পাদক অভয় প্রকাশ চাকমা।উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,অন লাইন মিডিয়া হচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাধ্যম। দিন দিন এসব অনলাইন পত্রিকার পাঠক স্রোতের মত বেড়েই চলেছে।এখন মানুষ আগের মত সপ্তাহ বা একদিন পর নিউজ দেখতে চাননা।তথ্য-প্রযুক্তির এ যুগে মানুষ মূহুর্তে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খবর জানতে চায়।এখন সহজে মোবাইলের মাধ্যমে দ্রুত সংবাদ পেয়ে যাওয়ায় সকল শ্রেণীর মানুষের অন্যতম অবলম্বন হয়েছে অনলাইন পত্রিকা।পার্বত্য চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য জীবন যাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে সাহসী উদ্যোগের সাথে সিএইটি-অবজারভার ডট কমের জনপ্রিয়তা দেশ ও বিদেশে ছড়িয়ে পড়–ক এটাই কামনা করেন তিনি।তিনি বলেন,আমার বিশ্বাস যে এ পত্রিকা সত্য,ন্যায়,বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে ভবিষ্যতে ব্যাপক অগ্রগতিও উন্নতি হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রশাসন,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।