সিএমপি পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হয়েছে

0
87

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্স, পুনাক মোড়, ওয়াসা মোড়সহ আশপাশের এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে এ জীবাণুনাশক ছিটানো হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি নাগরিকদের প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে অনুরোধ করেন। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানান।

সিএমপির জীবাণুনাশক ছিটানোর এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।