সিটি মেয়রকে সার্ক কালচারাল ফোরাম ভারতের স্মারক সম্মাননা প্রদান

0
150

সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে

সিটি মেয়রকে সার্ক কালচারাল ফোরাম ভারতের স্মারক সম্মাননা প্রদান২৭জুন ২০১৪খ্রি. ভারতের কোলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্দ্রমতি সভাগৃহে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সার্ক কালচারাল সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমকে সার্ক কালচারাল ফোরাম ভারত স্মারক সম্মাননা প্রদান করেন। সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, মহাসচিব সোহেল মোহাম্মদ ফকরুউদ্দীনের নেতৃত্বে উক্ত সম্মেলনে যোগদানকারী প্রতিনিধি দলের মাধ্যমে এ সম্মাননা সিটি মেয়রকে প্রদান করেন। ৭ জুলাই ২০১৪ খ্রি. সোমবার দুপুরে সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি ও মহাসচিব সহ প্রতিনিধি দল মেয়র দপ্তরে এসে ভারত সার্ক কালচারাল ফোরাম প্রদত্ত স্মারক সম্মাননা সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমকে হস্তান্তর করেন। এ সময় সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, মহাসচিব সোহেল মোহম্মদ ফকরুউদ্দীন, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, ডা. বরুন কুমার আচার্য বলাই, ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি আসিফ ইকবাল, সুখল্বব দত্ত, প্যানেল মেয়র লায়ন মোহাম্মদ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। মেয়র স্মারক সম্মাননা গ্রহন করে বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ইতোপূর্বে সার্ক কালচারাল ফোরাম ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে আমার সাথে সাক্ষাৎ করে ছিল। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের সাংস্কৃতিক বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে।