সিটি মেয়রের সাথে পুলিশ কমিশনার এর সৌজন্য সাক্ষাত

0
104

চসিক বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে সিটি মেয়রের বৈঠকচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে তাঁর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মন্ডল বি পি এম ৮ অক্টোবর ২০১৪খ্রি. বুধবার দুপুরে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় পুলিশ কমিশনার নগরীকে যানজট থেকে মুক্ত রাখা এবং সর্বস্তরের নাগরিকদের চলাচল নির্বিঘœ করতে সিটি মেয়রের সহযোগিতা চান। মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, নগরবাসীর নির্বিঘেœ যাতায়াত ও নিরাপদ জীবনযাত্রার স্বার্থে সি এম পি পুলিশের সকল বিভাগকে সহযোগিতা দিতে প্রস্তুত। মেয়র এয়ারপোর্টে বিদেশগামী যাত্রী সহ বিমান যাত্রীদের যাতায়াত সহজ করা, যানজট মুক্ত করা এবং অবৈধ দখল মুক্ত করার জন্য পুলিশ প্রশাসন এগিয়ে এলে সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা দেবে। মেয়র দপ্তরে পুলিশ কমিশনার সৌজন্য সাক্ষাতে এলে তাকে সাদরে বরণ করা হয়। এ সময় কাউন্সিলর হাজী নুরুল হক, নিয়াজ মোহাম্মদ খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসমাইল বালি, জহর লাল হাজারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুলিশ কমিশনারের সাথে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফারুক আহমদ এবং কমিশনারের স্টাফ অফিসার নিয়াজ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

চসিক বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে সিটি মেয়রের বৈঠক
বিভাগীয় ও শাখা প্রধানদের বৈঠকে নগরীতে চলমান অবকাঠামোগত উন্নয়ন, স্কুল ও কলেজ ভবন নির্মাণ, সড়ক ও রাস্তা উন্নয়ন, বিদ্যুতের খুঁটিওয়ারী লাইটিং কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা আরো উন্নয়ন সহ সিটি কর্পোরেশনের সেবাধর্মী যাবতীয় কার্যক্রমকে গতিশীল করা, স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়গুলোকে মনিটরিং করার উপর বিশেষ গুরুত্বারোপ করে দিক নির্দেশনা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। ঈদুল আযহার ছুটির পর ৮ অক্টোবর ২০১৪খ্রি: বুধবার প্রথম দিনের কার্যদিবসে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ সহ বিভাগীয় ও শাখা প্রধান গন উপস্থিত ছিলেন। বৈঠকে ঈদের দিন সফল ভাবে ও কম সময়ে বর্জ্য অপসারণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।