সিভাসু কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদের শোকসভা

0
205

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ এর আকষ্মিক মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ফয়েজ আহমদ, কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়। যুগ্ম সম্পাদক মো. মহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো: কামরুল ইসলাম। মরহুমের পরিবারের সদস্যদের মধ্য থেকে আব্দুল আহাদের বড় ভাই মো. আল আমিন বক্তব্য রাখেন।

শোকসভায় মরহুম আব্দুল আহাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিশ^বিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা হাফিজ আহমাদ।

উল্লেখ্য, গত ০৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজরত অবস্থায় কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান।

আলোচকরা স্মৃতিচারণ করে বলেন, মরহুম আব্দুল আহাদ ছিলেন একজন বিনয়ী, স্বল্পভাষী, ধর্মপরায়ন ও পেশাগত কাজকর্মে নিবেদিতপ্রাণ। তাঁর অকাল মৃত্যুতে বিশ^বিদ্যালয় পরিবার একজন সুযোগ্য সাথীকে হারালো।