সীতাকুণ্ড থেকে ৪৫ রোহিঙ্গা আটক

0
209

কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কেশবপুর মোল্লাপাড়া এলাকায় অবস্থিত মোবারক সওদাগরের কলোনির মোবারকের একটি সুবিশাল ঘরে অবস্থান করে পার্শ্ববর্তী একটি বেসরকারি কারখানায় কাজ করে যাচ্ছে।
এই খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম রাত সাড়ে পৌনে ১২টার দিকে ওই এলাকা ঘিরে রেখে মোল্লার বাড়িতে অভিযান শুরু করে এবং মোবারকের একটি ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে (পুরুষ) আটক করে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কক্সবাজারের উখিয়া কতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এই রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে আসে। আমরা তার সুবিশাল একটি ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের সবার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক।