সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা, ৫ সাংবাদিক আহত

0
78

সীতাকুণ্ড প্রেস ক্লাবজয় বাংলা স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা চালিয়েছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। এসময় তারা দুটি ককটেল ও জাহাজের সিগন্যাল লাইটের বিষ্ফোরণ ঘটিয়েছে। ভাংচুর করেছে প্রেস ক্লাব। এসময় ৫-৭ সাংবাদিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। সীতাকু- প্রেস ক্লাবের সদস্য সচিব সৌমিত্র চক্রবর্তী হামলার বিষয়ে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি দৃষ্টতাপূর্ণ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। সীতাকুণ্ড প্রেস ক্লাবের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ককটেলজানিয়ে বলেন, হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, হামলার জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। নাজমুল ইসলাম ভুইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর সুষ্ঠ বিচার হওয়া উচিত। ঘটনাটি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ দুই ঘন্টাপর সীতাকু- প্রেসক্লাবে মতবিনিময় করতে আসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলম। সফিউল আলমের মতবিনিময় চলাকালীন সময়ে এ হামলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক আসলাম চৌধুরী।