সীতাকুন্ডে বোমা কারিগর রাসেলের লাশ উত্তোলন

0
72

নন্দন রায়, সীতাকুন্ড সংবাদদাতা ঃ সীতাকুন্ডে বোমা বানাতে গিয়ে ককটেল বিষ্ফোরনে নিহত রাসেলের (২৬) লাশ কবর থেকে উত্তোলন করেছে সীতাকুন্ড থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সীতাকুন্ড উপজেলার ইয়াকুব নগর গ্রামের পাহাড়ের পাদদেশে কবরস্থান থেকে “বোমা বানাতে গিয়ে” নিহত রাসেলের লাশ উত্তোলন করেছে পুলিশ। বিষ্ফোরক মামলায় আদালতের নির্দেশে সীতাকুন্ড উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লা আল মামুন থানা পুলিশ নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটের সময় লাশটি উত্তোলন করেন। গতবছরের ০৯.১২.২০১৩ ইং তারিখে বিকাল ৩টার সময় মহাসড়কে নাশকতা চালানোর জন্য বোমা বানাতে গিয়ে ককটেল বিষ্ফোরনে তিন জন নাশকতাকারী আহত হয়ে গোপনে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাসেলের মৃত্যু হলে তাকে ইয়াকুব নগরের রেল লাইনের পূর্ব পার্শ্বে পাহাড়ের পাদদেশে কবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এই ঘটনায় আহতদের ও নিহত রাসেলের লাশ খুঁজে পায়নি। উত্তোলিত রাসেলের লাশটি রক্তমাখা টি-শার্ট ও লুঙ্গি পড়া অবস্থায় কম্বল দিয়ে মুড়ানো ছিল। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার তদন্তের স্বার্থে আয়ু এস আই শফিকুল লাশটি কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তিনি বলেন তড়িঘড়ি করে জামায়াত শিবিরের লোকজন নিহত রাসলকে এই করুন অবস্থায় কবর দিয়ে ফেলে।