সী-ট্রাক থেকে নামার সময় ডুবল লাল বোট

0
63

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক থেকে যাত্রীরা নামার সময় একটি লাল বোট ডুবে গেছে। রোববার (০২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ডও।

সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা এ পর্যন্ত ১০জনকে উদ্ধার করেছেন। তবে কতজন নিখোঁজ হয়েছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে রাত নয়টা পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি।

সাংসদ মিতা এক প্রশ্নের উত্তরে বলেন, সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সী ট্রাকটি বিকেল চারটার দিকে গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সচরাচর ১৫০ টাকা ভাড়ায় ঘণ্টাখানেক সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। কিন্তু সাগরে ভাটা হওয়ায় কারেন্ট (স্রোত) বেশি থাকার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে সী ট্রাকটি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। সী ট্রাক থেকে কূলে যেতে হলে লাল বোটে চড়তে হয়। ওই সী-ট্রাক থেকে এক ট্রিপে তিনটি লাল বোট যাত্রীদের নামিয়ে দেয়। দ্বিতীয় ট্রিপে তিনটির একটি লাল বোট উল্টে যায়। ওই বোটে কতজন যাত্রী ছিল এখনো নিশ্চিত করে জানা যায়নি। স্থানীয় লোকজন ধারণা করছেন ২০-৩০ জন হবে।