সুকুমার বড়ুয়ারকে সন্মাননা দিলো প্রিয়কাগজ ও রাউজান টাইমস

0
71

গত ৫ জানুয়ারী ৮০ বছরে পা রাখলেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন, রাউজানের বিনাজুরী গ্রামের কৃতি সন্তান ছড়ার যাদুকর খ্যাত সুকুমার বড়–য়া। সুকুমার বড়–য়ার জন্মদিন উপলক্ষে দেশের খ্যাতিমান এই ছড়াকারের হাতে সন্মাননা তুলে দিলো রাউজান থেকে নিয়মিত প্রকাশিত প্রিয়কাগজ ও পাঠকপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল রাউজান টাইমস পরিবার। গত ৬ জানুয়ারী ছড়াকার সুকুমার বড়–য়ার রাউজানের বিনাজুরীতে গ্রামের বাড়ীতে গিয়ে কবি, ছড়াকার সুকুমার বড়ুয়ার হাতে সন্মাননা তুলে দেন প্রিয়কাগজ ও রাউজানটাইমস২৪ডটকমের ব্যাবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, সহকারী সম্পাদক লেখক মহিউদ্দিন ইমন, প্রধান প্রতিবেদক নেজাম উদ্দিন রানা, সি.প্রতিবেদক এম.জাহাঙ্গীর নেওয়াজ, সি. প্রতিবেদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সাংবাদিক কামাল উদ্দিন ও ব্যাবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন। সন্মাননা হাতে নিয়ে কবি, ছড়াকার সুকুমার বড়ুয়া বলেন, প্রিয়কাগজ ও রাউজান টাইমস পরিবারের এ সন্মাননা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। রাউজান থেকে প্রকাশিত প্রিয়কাগজ ও নিউজ পোর্টাল রাউজান টাইমসের উত্তরোত্তর সফলতা কামনা কওে সুকুমার বড়–য়া আরো বলেন রাউজানের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে প্রিয়কাগজ ও রাউজান টাইমস।