সুন্দরবন রক্ষা ও রামপাল চুক্তি বাতিলের দাবীতে সাইকেলর‌্যালী

0
83

%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a7%9c%e0%a6%be%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b0%e2%80%8c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2শংকর চৌধুরী,খাগড়াছড়ি: সুন্দরবন রক্ষা ও রামপাল চুক্তি বাতিলের দাবীতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালী করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক আবু দাউদ সাইকেল র‌্যালীটি উদ্ভোধন করেন ।

সোমবার ১৪ নভেম্বর সকাল ১১ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে র‌্যালীটি শাপলা চত্বর হয়ে বাস টার্মিনাল, স্বনির্ভর বাজার ঘুড়ে এসে মুক্ত মঞ্চে পথ সমাবেশে মিলিত হয়। স্বাগতম চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন,অরিন্দম কৃষ্ণ দে প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন সরকার ভারতীয় সা¤্রাজ্য ও নিজেদের স্বার্থের জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সুন্দরবন ধ্বংস করার পায়তারা করছে। ভারতের সাথে যে অসম চুক্তি করেছে তা কখনো জনগন মেনে নেবেনা। ভারতের কোম্পানি ঘঞচঈ তাদের দেশে সবচেয়ে দূষণকারী কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল, সেই কোম্পানি দিয়েই এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সরকার। এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলে সুন্দরবন সহ পুরো বাংলাদেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়। তাই এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্যে সরকারের প্রতি জোর দাবী জানান। এসময় আগামী ২৬ নভেম্বরে জাতীয় কমিটির চল চল ঢাকা চল এর কর্মসূচী সফল করার আহ্বানও জানানো হয়।