সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ উৎসব

0
94

সবসময় অবহেলায়, কখনো অনাহারে-অর্ধাহারে দিন কাটে সুবিধাবঞ্চিত শিশুদের। পরিবার, সমাজ এমনকি পথে-ঘাটেও অবহেলা লাঞ্ছনাই যাদের নিত্যসঙ্গী, হঠাৎ করে একটু সুখ একটু আনন্দই বদলে দিতে পারে তাদের মন মানসিকতা। পাল্টে দিতে পারে তাদের প্রতি সমাজের ধারণা আর যোগায় তাদের জীবনের পথে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সমাজের এসব অবহেলিত শিশুদের নিয়েই তরুণ উদ্যোক্তা কামরুন এনকে আয়োজন করেছিল একটি বিশেষ দিনের, যেখানে এসব শিশুদের দিনব্যাপী আনন্দ ও পেটভরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত মানুষদেরও আহ্বান করা হয়েছিল এসব শিশুদের পাশে দাঁড়াতে যেন তারাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। গতকাল নগরীর কাতালগঞ্জের ২নং রোডস্থ চেরী বিউটি পার্লার সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা কামরুনের এই ব্যতিক্রম আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরী, রাইজিং স্টারের প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন, আলোর আশা যুব ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মুক্ত, চেরী বিউটি পার্লারের পরিচালক নিবা চেরী, কে.এস ক্যাটারিংয়ের রিতা নুসরাত তৃষা, মোঃ নোমান, আইরিন। এমন আয়োজনের জন্য নিজের জন্মদিনকে বেচে নিয়েছেন উদ্যোক্তা কামরুন। তিনি জানান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জন্মদিনের উৎসব করা হারাম। পবিত্র ওমরাহ্ পালন করার পর থেকে ধমর্ীৗয় বিধি-বিধান মেনে চলার চেষ্টা করছি। তাই মানবতার কল্যানে আলোর আশা যুব ফাউন্ডেশনের শিশুদের নিয়ে এমন উদ্যোগের পরিকল্পনা। উদ্যোগ বাস্তবায়নে পেয়েছি অনেকের সহযোগিতা। চেরী বিউটি পার্লারের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত হেয়ার কাট, ফেইস ক্লিন, নাক ও কান ফোড়ানো হয়। মেহেনদী স্টুডিও জোনের আইরিনের পক্ষ থেকে মেহেদী রাঙ্গানো, এমএম কুকিংয়ের কোহিনুর আলম ও ক্রেজি ফর ক্রাষ্ট’র তানিশা হারুনের সৌজন্যে কেক, রশনী রহমান ও ইয়াছমিন শাওনের সৌজন্যে নাস্তা, আহম্মদিয়া কুজিনস ও কেএস ক্যাটারিংয়ের পক্ষ থেকে মধ্যাহ্নভোজ, মোস্তফা শাহনাজ ডালিয়ার সৌজন্যে ড্রিংকস দেওয়া হয়। সুবিধা বঞ্চিত শিশুরা জানান, আমরা তো ছোটবেলা থেকে পথেই মানুষ হয়েছি। স্টেশনেই আমাদের দিন কাটে। আজকে আমরা অনেক খুশি এখানে এসেছি, খেলেছি, খেয়েছি, আর সারাদিন আনন্দ করেছি। অনেক অনেক মজা করেছি, ভালো লেগেছে।