সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চবি ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীরা

0
114

ঈদবস্ত্র নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল সাবেক শিক্ষার্থী। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (১৭ জুন) চট্টগ্রাম রেলস্টেশনে পথশিশুদের বিদ্যাপীঠ ‘আলোর ঠিকানায়’ ঈদবস্ত্র নিয়ে যান চবির সাবেক শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান অতিথি হিসেবে এসব শিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেন।

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চবি ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীরাএসময় অনুষ্ঠানের আয়োজক চবি ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা নতুন কাপড় বিতরণের পাশাপাশি পথশিশুদের সঙ্গে অন্তরঙ্গ কিছু সময় কাটান।

তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীরা নিয়েছে সেটা সত্যিই মহৎ এবং প্রশংসার যোগ্য। এভাবে প্রত্যেকে যদি এ ধরনের কাজে এগিয়ে আসে তাহলে একদিন দেশের কোনো সুবিধাবঞ্চিত শিশুর মাঝে হতাশা থাকবে না।

এসময় অনুষ্ঠানে উপস্থিত চবির সাবেক শিক্ষার্থীরা বলেন, সীমিত সামর্থ্যে বন্ধুদের সম্মিলিত এ চেষ্টার বিস্তৃতি ধীরে ধীরে বাড়ছে। এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আমরা সবাই বদ্ধপরিকর।

চবি ব্যাচ ৩৫- বন্ধুতার একটি সম্মিলিত উদ্যোগ। এ ব্যাচের শিক্ষার্থীরা নিজস্ব সম্মিলন অনুষ্ঠানের পাশাপাশি সীমিত পর্যায়ে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করছে। এ ব্যাচের শিক্ষার্থীরা মিলে নিজেরা চাঁদা তুলে গত বছর থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উদ্যোগের প্রথম পর্বে শুক্রবার ‘আলোর ঠিকানা’র ৮৫ জন শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়।