সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরে ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প

0
103

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরে ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় বিকেএমজি ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্র থেকে বলে হয়, ভূমিকম্পটি বুধবার প্রায় ১০ কিমি এলাকা জুড়ে আঘাত হানার সাথে সাথে সুমাত্রার বেশ কয়েকটি স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়।

ভুমিকম্পে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ব্যাপারে তাৎক্ষনিক কোনো সংবাদ পাওয়া যায় নি। যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে দল এই ভূ-কম্পনকে প্রথমে রিখটার স্কেলে ৮.২ মাত্রা বলে চিহ্নিত করেছিলেন। পরে কমিয়ে বলেছেন ৭.৯।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি হয়েছিল। ওই সুনামিতে ২ লাখ ৩০ হাজার মানুষ মারা গিয়েছিল। যে কারণে সুনামির সতর্কতা সেখানে এতো জরুরী।