সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাবিথ’র ওপর হামলার বিষয়টি ইসির দেখা উচিত

0
187

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে সাংবাদিকদের একথা বলেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণার সময় হামলা হয়েছে। হামলায় তাবিথসহ ২০ জন আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি নির্বাচনী প্রচারণায় দমে না থাকার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। অন্যদিকে এ হামলা নিজেদের মধ্যে সংঘর্ষ বলে আখ্যা দিয়েছেন প্রতিপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। আর অভিযোগ পেলে খতিয়ে দেখার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

বিএনপি সূত্র প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টার দিকে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল। সেখান থেকে প্রচার মিছিল নিয়ে আনন্দনগরের তেলের মিল এলাকায় এলে পেছন থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্স্নোগান দিয়ে ক্ষমতাসীন দলের শতাধিক নেতাকর্মী ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। হামলার নেতৃত্বে ছিলেন ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী মুজিব সরোয়ার মাসুম নিজেই। হামলাকারীরা বিএনপি প্রার্থীকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় দলের নেতাকর্মীরা তাবিথ আউয়ালকে ঘিরে বেষ্টনী তৈরি করলে তাতে লাঠিসোটা নিয়ে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইট নিক্ষেপ ও ঘুষিতে তাবিথ আউয়াল মুখ ও মাথায় আঘাত পান।