সুয়াবিল যুদিষ্টি মহাজনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

0
81

%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%a9ফটিকছড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে দশ বসতঘর। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীর পাড় যুদিষ্টি মহাজনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আসবাপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজ কিছুই বের করতে পারেননি ভুক্তভুগিরা। তবে, কেউ হতাহতের খর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে পূজার আসনের বাতি থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই বাড়ির বেড়া ও  আধাপাকায় নির্মিত প্রায় দশটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে মাষ্টার সাধন চন্দ্র ধর, নারায়ন ধর, সঙ্কর ধর, গোপাল ধর, শান্তি ধর, রাম পদ ধর, বাবুল চন্দ্র ধর, স্বপন ধর, অমর কৃষ্ণ ধর, প্রবাস  ধরের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশ্ববর্তি কালি মন্দিরের একটি অংশেও আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী শিমুল ধর বলেন, সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকান্ডের কথা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজন আগুন নিভাতে ছুটে আসেন। আগুনের তিব্রতা বেশি হওয়াতে প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ঘটনার প্রায় আদ ঘন্টা পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে  আনে।’
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (এস.ও) পুলক কান্তি সরকার বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছি।