সৃজনশীল প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম

0
79

খেলাঘর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
শিশুরা দেশ ও জাতির অমুল্য সম্পদ । আগামীর কর্নধার হিসেবে গড়ে তুলতে সুস্থ সংষ্কৃতি চর্চার মাধ্যমে নিয়মিত সৃজনশীল প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম । শিশু হত্যা, শিশু নির্যাতনের মত জঘন্য অপরাধ কঠোর হস্তে দমন করতে না পারলে পুরো জাতিকে তার খেসারত দিতে হবে । খেলাঘর শিশুদের ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার অনন্য পাঠশালা । খেলাঘরের বোয়ালখালী উপজেলা সদরস্থ শাখা দিশারী খেলাঘর আসর আয়োজিত খেলাঘর প্রশিক্ষণ ক্যাম্প’১৬ এ বক্তারা এ কথা বলেন ।
সৃজনশীল প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম৪ মাচর্ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যাদিয়ে অনুষ্ঠিত হয় । আনোয়ারাস্থ একটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, বন্দর বধ্যভূমি ,কাফকো ও সিইউএফএল পরিদর্শন শেষে পারকীর চর সমুদ্র সৈকতে প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়। ক্যাম্পে আসরের পঞ্চাশজন সদস্য অংশগ্রহন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল,উপজেলা কমিটির অন্যতম সদস্য ডা. মিহির বরণ বড়–য়া ,সিইউএফএল এর আবদুস সালাম বাবু,নাছিমা সালাম,ডা. প্রিয়তোষ কুমার ধর। উপস্থিত ছিলেন আসরের উপদেষ্ঠা আবু তাহের, জানে আলম, বটন দে, প্রধান শিক্ষক সুমি বড়–য়া,সহসভাপতি নুর নাহার বেগম,সাধারন সম্পাদক শ্রীচরন বিশ্বাস,সাংষ্কৃতিক সম্পাদক শিমুল দে, প্রচার সম্পাদক মনছুর আলম,সাহিত্য সম্পাদক মাইয়েশা সৃজনশীল প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম2ফারাজানা ও ক্রীড়া সম্পাদক প্রবীর শীল। ক্যাম্প শেষে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে প্রথম পুরষ্কার অর্জন করে তিথি বিশ্বাস, ২য় উপমা বিশ্বাস, ৩য় যারিন তাসনিম সোবাহ্ ৪র্থ সানজিদা জেরিন, ৫ম এস এম মোস্তাফা ওসমান সিফাত, ৬ষ্ঠ ঋতিষা চক্রবর্তী, ৭ম মো. নুরুল ইসলাম আকিব,৮ম মেহেরিনা তারিন, ৯ম বিজয়শ্রী বিশ্বাস, ১০ম সামিয়া গফুর সুমাইয়া ।