সেবা নাগরিকদের ঘরে ঘরে পৌছে দেয়া হবে

0
36

৮নং শুলকবহর ওয়ার্ডে আলফালাহ হাউজিং সোসাইটিতে ৩ কোটি ৪৩ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও নালা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তার মেয়াদের মধ্যে চট্টগ্রামকে উন্নত ও আধুনিক বাসপোযোগী নগরী হিসাবে গড়ে তোলা হবে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নাগরিকদের ট্যাক্সের সহযোগিতায় নাগরিক সেবা নাগরিকদের ঘরে ঘরে পৌছে দেয়া হবে। ইতিমধ্যে দৃশ্যমান উন্নয়ন নাগরিকদের সামনে তুলে ধরা হয়েছে। মেয়র বলেন, কথা মালার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। বাস্তবতার নিরিখে কাংখিত উন্নয়ন করে নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি একে একে পুরন করা হবে। তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল মহলের সহযোগিতা চান। ১০ ফেব্রুয়ারি এডিপির অর্থায়নে ৩ কোটি ৪৩ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডে আলফালাহ হাউজিং সোসাইটিতে নির্মিত হাজী নূর আহম্মদ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন উপলক্ষে অত্র হাউজিং সোসাইটি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। তিনি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করে মুনাজাত করেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আলফালাহ হাউজিং সোসাইটির সভাপতি এস এম একরামুল আজিম সুইম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদুল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস জেসমিন পারভীন জেসী, নির্বাহী প্রকৌশলী আহমদুল হক, সহকারী প্রকৌশলী আবু সিদ্দিকী, উপ সহকারী প্রকৌশলী মহিউদ্দিন খন্দকার, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ আহমদ, মাওলানা শফিউল্লাহসহ অন্যরা।