সেলিম-জাফর সিপিবির সভাপতি-সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

0
74

মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে কংগ্রেসের মুখপাত্র সৈয়দ আবু জাফর আহমেদ, হায়দার আকবর খান রনো ও মো. শাহ আলম সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যের নাম ঘোষণা করেন। ৬ সদস্যের কন্ট্রোল কমিশন, ৪ সদস্যের উপদেষ্টামণ্ডলী এবং ১৯৫ সদস্যের জাতীয় পরিষদও ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার বছরের জন্য নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটি হবে সর্বোচ্চ ৪৯ সদস্যের, যার বাকি ৬ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে চারদিনের কংগ্রেসের সপ্তম ও শেষ অধিবেশনে ৫০৯ জনের ভোটে ৪৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। কংগ্রেসে ৫৩০ জন প্রতিনিধি ভোট দিলেও ২১টি ভোট বাতিল হয়।

নবনির্বাচিত কমিটি মঙ্গলবার প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলী নির্বাচিত করেন।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন- হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। দশ সদস্যের সভাপতিমণ্ডলীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে সদস্য থাকবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আলতাফ হোসাইন, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাড. মণ্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এ এন রাশেদা, অ্যাড. এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অ্যাড. এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাড. সোহেল আহমেদ, মাকছুদা আখতার লাইলী, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর।

কন্ট্রোল কমিশন সদস্যরা হলেন- মোহাম্মদ নবী, ডা. শিশির কুমার মজুমদার, মোর্শেদ আলী, কাজী সোহরাব হোসেন, লীনা চক্রবর্তী ও ডা. আবু সাঈদ।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাৎ হোসেন।

গত শুক্রবার (২৮ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন হওয়ার পর শনিবার (২৯ অক্টোবর) থেকে কংগ্রেসের তিনদিনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে।