সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক খোয়া গেছে

0
81

শনির দশা যেন কাটছেই না সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের। হলমার্ক কেলেঙ্কারি, সুড়ঙ্গ কেটে কোটি কোটি টাকা চুরি যাওয়ার পর এবার ঢাকার একটি শাখা থেকে অর্ধশতাধিক চেক খোয়া গেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছে সংশ্লিষ্ট শাখা।

সোমবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখা থেকে ৫০/৬০টি অ্যাকান্টস পে চেক খোয়া যাওয়ার ব্যাপারে থানায় জিডি করেছেন ওই শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রেজাউল করিম খান।

তিনি আরো জানান, ঘটনাটি গতকালের হলেও সোমবার সকাল সাড়ে ১০টায় ব্যাংক কর্তৃপক্ষ টের পায় ক্লিয়ারিং সেকশনের ড্রয়ার থেকে কিছু চেক নেই। তখনই তারা থানায় জিডি করেন। তবে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন চেক বই খোয়া গেছে বলে জানান।

এদিকে এসআই মাসুদুর রহমানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।