সোলার প্যানেল পেল ৩২ প্রতিষ্ঠান

0
47

লামা প্রতিনিধি::
দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বান্দরবানের লামা উপজেলা পরিষদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছর (১ম পর্যায়) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ও কাবিটা) সাধারণ কর্মসূচির গৃহীত প্রকল্পের আওতায় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৩২টি শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠান ও কারবারীদের মাঝে এ সোলার বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী তার কার্যালয়ে সোলার বিতরণ উদ্বোধন করেন। এ সময় নির্বাহী অফিসার খিনওয়ান নু, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, গজালিয়া মৌজা হেডম্যান প্রতিনিধি মংক্যচিং চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য-সহকারী আতিকুর রহমান, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।