সোলার সিস্টেম বাতিতে আলোকিত হবে কুতুবদিয়া সড়ক

0
93

আলোকিত বড়ঘোপ প্রকল্পের সড়ক বাতি উদ্বোধন

লিটন কুতুবী, কুতুবদিয়া,কক্সবাজার।

সোলার সিস্টেম সড়ক বাতিপ্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য কুতুবদিয়া দ্বীপের সোলার সিস্টেম সড়ক বাতিসদরে ইউনিয়নের সোলার সিস্টেম সড়ক বাতির উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭টায় কুতুবদিয়া সদর ইউনিয়নের জীপ স্টেশনে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আ’গীগের নেতা এড়ভোকেট ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএনও সালেহীন তানভীর গাজী,থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক,আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা,বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের মেম্বার আবুল কালাম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ আ’লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বড়ঘোপ ইউনিয়নের তথ্য মতে, কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদের তহবিল থেকে তিন লাখ টাকা ব্যয়ে বড়ঘোপ ইউনিয়নের ৮টি পয়েন্টে সোলার সিস্টেম সড়ক বাতি স্থাপন করা হয়।