সৌদি আরবে পুরুষ গৃহকর্মীদের ভিসা প্রদান বন্ধ

0
111

সৌদি আরবেসৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সিঙ্গেল পুরুষ গৃহকর্মীদের ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ ধরনের গৃহকর্মী যাদের প্রয়োজন, তাদেরকে অন্য দেশের নাগরিকদের দিয়ে পূরণ করতে বলা হয়েছে।
আরব নিউজ আজ শনিবার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, মন্ত্রণালয় তিনটি বিভাগে অ-বাংলাদেশী পুরুষকর্মী নিয়োগ সীমিত করেছে। এই তিনটি বিভাগ হলো গাড়িচালক, গৃহকর্মী এবং নাস। তবে গৃহকর্মী নিয়োগে সিঙ্গেল নয়, এমন বাংলাদেশী পুরুষ অনুমোদনযোগ্য।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল বলেন, অন্যান্য গ্রুপকে প্রাধান্য দেয়ার জন্যই বাংলাদেশী সিঙ্গেল পুরুষ গৃহকর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশী পুরুষ গৃহকর্মী নিয়োগে আগ্রহী অবিবাহিত আবেদনকারীরা জানিয়েছেন, তাদেরকে আবেদন নম্বর দেয়া হলেও তাদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশীদের ভিসা না দেয়ায় তাদেরকে অন্য দেশ থেকে নিয়োগ করতে বলা হয়েছে।
গত বছর মন্ত্রণালয় প্রায় আট বছর বন্ধ থাকার পর বাংলাদেশী নারী ও পুরুষ গৃহকর্মী নিয়োগের বিষয়টি অনুমোদন করে।