সৌর প্যানেল বাধ্যতামূলক করছে ক্যালিফোর্নিয়া রাজ্য

0
92

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য বরাবরই পরিবেশের জন্য নানাবিধ অভিনব উদ্যোগ নেয়। এবার তারা পরিবেশ সংরক্ষণে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো বাধ্যতামূলক করতে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার এনার্জি কমিশন এনার্জি বিষয়ে এ নতুন শর্ত নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে। এতে ২০২০ সালের পর তৈরি হওয়া সব নতুন বাড়িতে সৌর প্যানেল বসানোর নিয়ম করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে এ রাজ্যের প্রায় ২০ শতাংশ একক পারিবারিক বাড়িতে সৌর প্যানেল বসানো হচ্ছে। তবে এটি বাধ্যতামূলক করা হলে সব বাড়িতেই সৌর প্যানেল বসাতে হবে। এছাড়া প্রাকৃতিক গ্যাস ও ব্যাটারি ব্যবহার বৃদ্ধির নিয়ম রয়েছে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলো এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছে। নতুন নিয়ম প্রচলিত করা সম্ভব হলে বহু বাড়িই সম্পূর্ণ এনার্জি নিরপেক্ষ হবে। এতে কোনো বাড়তি এনার্জি প্রয়োজন হবে না। ফলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনও কমে যাবে।