স্থানীয় সরকার আইন পরিবর্তনে সংসদে প্রস্তাব রাখবেন আশরাফ

0
97

স্থানীয় সরকার আইন পরিবর্তনে সংসদে খসড়া প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বিকালে রাজধানীর মিরপুরে দোলারটেক ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ইঙ্গিত দেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে দুই ধরনের শাসনব্যবস্থা প্রচলিত। একটি সংসদীয় শাসনব্যবস্থা, অন্যটি স্থানীয় সরকার শাসনব্যবস্থা। এক দেশে দুই ধরনের শাসনব্যবস্থা থাকতে পারে না। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য। ভারতের পৌর, সিটি করপোরেশন এমনকি পঞ্চায়েত সংসদীয় ব্যবস্থায় নির্বাচিত হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের জন্য সংসদে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করব।’ সৈয়দ আশরাফ আরও বলেন, ‘সিটি করপোরেশনে কী হয়? এক ব্যক্তি সব ক্ষমতার মালিক থাকেন। তাঁর জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এসব কারণে আইনটি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে একটি প্রস্তাব আনার জন্য আমাকে বলেছেন।’ আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে প্রার্থী মনোনয়নেরও ইঙ্গিত দেন আশরাফ।