স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল

0
97
বাংলাদেশের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠক সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ২৭ মার্চ বিকাল ৩টায় নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস.আর হোটেলের সম্মেলন কক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও যুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধাদের উপস্থিতে ব্যতিক্রমী এ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাষ্ট চট্টগ্রাম এর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার সিরাজুল ইসলাম সিরু বাঙ্গালী, সাংবাদিক মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর রাখাল চন্দ্র বণিক, চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান বাবুল, যুদ্ধকালীন নৌ কমান্ডো এ.এইচ.এম জিলানী চৌধুরী, কবি ও প্রাবন্ধিক মুক্তিযোদ্ধা অরুন দাশ, মুক্তিযদ্ধের সেবিকা আলো রাণী বৈদ্য, মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ।
গোলটেবিল বৈঠকের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের জানা-অজানা নানা ঘটনা। আলোচকবৃন্দ সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান।
এসময় বীর মুক্তিযুদ্ধাদেরকে ‘ভিভিআইপি’ মর্যাদা দেয়ারও জোর দাবি জানানো হয়।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মিলাদ উদ্দীন মুন্না এর পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা চট্টগ্রাম অনলাইন নিউজ চিটাগাং এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন আশরাফ সহ-সভাপতি খোসাল খান, চট্টগ্রাম অনলাইন নিউজপোর্টাল এডিটর এসোসিয়েশন (কনিয়া)’র সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক মসরুর জুনায়দ, প্রেস ক্লাবের সভাপতি নির্বাহী সদস্য তোফায়েল আহম্মদ,  মুক্তার হোসেন, বাবলা মিয়া, জাহাঙ্গীর হোসাইন, মো. এমদাদ চৌধুরী, মামুন উদ্দীন প্রমূখ।