স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

0
147

করোনাকালে শুটিং করতে গিয়ে শিল্পীদের নানা অভিযোগের কথা শোনা যাচ্ছে ইদানীং। শুরুতে স্বাস্থ্যবিধি নিয়ে পরিচালকরা খানিকটা সচেতন থাকলেও বর্তমানে শুটিং সেটে স্বাস্থ্যবিধি তেমন একটা মানা হচ্ছে না বেশির ভাগ ক্ষেত্রে। তাছাড়া ইউনিট ছাড়াও বাড়তি লোকজনের ভিড় থাকে শুটিং সেটে। করোনাকালের শুটিংয়ের পরিবেশ নিয়ে এমনটাই জানালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এ নিয়ে খানিকটা অস্বস্তিতে আছেন বলেও জানান তিনি। অর্ষা বলেন, সত্যি বলতে বেশ অস্বস্তিতেই আছি। শুটিংয়ের পরিবেশের চেয়েও মানসিক অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ। শুরুতে সকল হাউজেই স্যানিটাইজেশন মানা হচ্ছিলো।
আমরা নিজেরাই নিজেদের সেফটির জিনিসপত্র নিয়ে যাচ্ছি। অতিরিক্ত গরমে অনেকেই মাস্ক পরে থাকতে পারে না। এসবের দিকে মনোযোগ দিতে গিয়ে অভিনয়ের প্রস্তুতিটাই হচ্ছে না। নিজের কাজ নিজে করতে গিয়ে ওখানে যখন সংসার করা হচ্ছে, শুটিং না! আমার কাছে ব্যাপারটি একদমই আরামদায়ক লাগেনি। এজন্যই এখন কম কাজ করছি। একটা কাজ করলে পাঁচ সাতদিন বিরতি দিচ্ছি। তবে ইউনিটের এতজন মানুষের পক্ষে সকল স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব না বলেও উল্লেখ করেন অর্ষা। এদিকে, সম্প্রতি পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুনপাখি’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন অর্ষা। নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। নাজিয়া হক অর্ষা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, প্রিয়া আমান প্রমুখ। শিগগিরই নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে বলে জানা গেছে। এ ছাড়া ‘মাফিয়া’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করছেন অর্ষা। ওয়েব সিরিজটিতে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন শাহীন সুমন।