‘সচেতনতাই কমছে নব জাতক ও প্রসুতি মৃত্যু হার’

0
86

উন্নতির সোপান‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ এ স্লোগান নিয়ে ৪ জুন শনিবার, দিন ব্যাপী ঐতিহাসিক লালদিঘীর ময়দানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সূর্যের হাসি যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য মেলা। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বেলুন উড়িয়ে এবং স্বাস্থ্য সেবার ২৩ টি ষ্টল পরিদর্শন করে স্বাস্থ্য মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন এম এইচ এস ডি পি’র চীফ অব পার্টি ড. হালদাহ। —আখতার, চসিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, ডেপুটি সিভিল সার্জন ডা. অজয় কুমার দে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম আকতার চৌধুরী, এস এম সি ই এল মুকুল তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য মেলা ব্যবস্থাপনা কমিটি ও ইমেজ প্রকল্প পরিচালক সেলিনা আখতার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সনদ বিতরণ ও অতিথিদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। স্বাস্থ্য মেলা সিটি কর্পোরেশন সহ ২২ টি এন জি ও সংগঠন অংশগ্রহণ করে। মেয়র নিজে ডায়াবেটিক ও ওজন পরীক্ষা করেন। আলোচনা সভার প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসী’র স্বাস্থ্য সেবা তাদের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে। মা ও শিশুর পরিচর্চা সহ মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, দাতব্য চিকিৎসা কেন্দ্র, হোমিও দাতব্য চিকিৎসা সহ নগরীর ৪১ ওয়ার্ডে ৭৮ টি চিকিৎসা কেন্দ্রে মাত্র ১০ টাকা রেজিষ্ট্রেশন ফি’র মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছে। মেয়র বলেন, চসিক পরিচালিত জেনারেল হাসপাতালে দন্ত চিকিৎসার কর্নার চালু করা হয়েছে। উন্নতির সোপান ২এছাড়াও সিটি কর্পোরেশন হেলথ টেকনোলজি, মিডওয়াইফারি ইনষ্টিটিউট, হোমিও কলেজ পরিচালনা করছে। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, নিঃস্ব হতদরিদ্র থেকে সর্বোচ্চ পয্যায়ের নাগরিক সেবা দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জনসংখ্যার তুলনায় শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনেকটা দুরহ হলেও মানুষের মৌলিক অধিকার পূরণে সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়র প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি সুনজর দেয়ার পরামর্শ দেন। তিনি স্বাস্থ্য খাতে সরকারের ব্যাপক সাফল্য তুলে ধরে বলেন, শিশু মৃত্যু, নব জাতক মৃত্যু ও প্রসুতি মৃত্যুর হার কমেছে। ধীরে ধীরে মানুষ স্বাস্থ্যের বিষয়ে সচেতন হচ্ছে। জনাব আ জ ম নাছির উদ্দীন জননেত্রী শেখ হাসিনা’র সরকারের কার্যক্রমের সহযোগিতা কামনা করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিস্কৃতির প্রধান নির্বাহী কবি খুরশীদ আনোয়ার। দিনব্যাপী স্বাস্থ্য মেলায় নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।