‘স্বাস্থ্য-শিক্ষা-কৃষিখাতে ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে গ্রামীণ ফোন’

0
71

গ্রামীণ ফোন ও মেয়র২২ আগষ্ট সোমবার, দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে নগরভবনস্থ তাঁর দপ্তরে গ্রামীণ ফোন এর কর্পোরেট অফিস এর উর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তারা মতবিনিময় করেন। মতবিনিময়কালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর কর্মকান্ডের বিষদ ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামিণ ফোন স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং কৃষিখাতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তাছাড়াও তারা বয়স্ক ও বিধবা ভাতার পাইলট প্রকল্প চালু, পথ শিশুদের শিক্ষা দান, মহিলাদের কর্মসংস্থান করে মোবাইল ফোনের জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যা অন্যান্য মোবাইল ফোন কোম্পানীর জন্য দৃষ্টান্ত হতে পারে। মেয়র আশা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদিচ্ছার প্রতিফলন তাদের মোবাইল ফোন কোম্পানীর মাধ্যমে ঘটবে। মেয়র তাঁর ভিশন তুলে ধরে বলেন, গ্রামীণ ফোন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে এসএমএস দিয়ে নাগরিকদের সচেতন করতে পারেন। তিনি আশা করেন গ্রামীণ ফোন কর্তৃপক্ষ তাদের ব্যবসা আরো প্রসারিত করে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে বেকার যুবকদের কর্মের সুযোগ সৃষ্টি করবেন। মতবিনিময় সভায় গ্রামীণ ফোনের পরিচালক এস এম রায়হান রশিদ, জি.এম আনন্দ জামান, আজিজুল আবেদীন, ম্যানেজার সরকার সোয়েব আহমেদ, মো. আরিফুর রহমান, আরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, এম শাউন আজাদ, আয়ান সাব্বির আলম এবং কাউন্সিলর নাজমুল হক ডিউক, শৈবাল দাশ সুমন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ অন্যরা উপস্থিত ছিলেন ।