স্বেচ্ছাসেবক ও ছাত্রদল সভাপতি সোহেল-জুয়েল জামিনে মুক্ত

0
85

জামিনে মুক্তি পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেল। আজ বিকাল ৫টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। গত ৫ই মে হেফাজতে ইসলামের ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা ৯ মামলায় হাইকোর্ট থেকে তিনি। এর আগে গত ২৯শে এপ্রিল ঢাকার সিএমএম কোর্টে ১১ মামলায় হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।

আব্দুল কাদের ভূইয়া জুয়েলমঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কেন্দ্রিয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তিলাভ করেন।

কারাগারের জেলার মুজিবুর রহমান সংবাদটি নিশ্চিত করেন।

এদিকে আব্দুল কাদের ভঁইয়া জুয়েলের মুক্তি উপলক্ষে বিকাল থেকেই কারাফটকে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভীড় করতে থাকেন। জুয়েলের মুক্তির পর কারাফটকে তারা সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে ফুল দিয়ে বরণ করেন।

গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জিসিসির কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী কেন্দ্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন।