স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট

0
142

স্মার্টফোন ব্যবহারকারীদের কথা ভাবতে শুরু করেছে মাইক্রোসফট। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে ই–মেইল ব্যবস্থাপনার একটি অ্যাপ্লিকেশনও কিনল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর মোবাইল ফোন ব্যবহারকারীরাও যাতে তাঁদের মেইল ব্যবস্থাপনা সহজেই করতে পারেন, সে লক্ষ্যে অ্যাকম্পলি নামের অ্যাপ্লিকেশনটি কিনেছে মাইক্রোসফট।
গতকাল সোমবার মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি দিয়ে তারা এই অ্যাপটি কিনে নিয়েছে।
মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট রাজেশ ঝা এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘বর্তমান বিশ্বে মোবাইল যন্ত্র ব্যবহার করেই অর্ধেকেরই বেশি ই–মেইল বার্তা পড়া হচ্ছে। মানুষ যখন যেখানে থাকে, সেখান থেকেই মেইল ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দেওয়াটা জরুরি। এ লক্ষ্য নিয়েই কাজ করছে অ্যাকম্পলির টিম। মেইলের ইনবক্সে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বার্তা, তা জানিয়ে দিতে পারে এই অ্যাপ। মিটিংয়ের সময় বলে দিতে পারে এমনটি অ্যাটাচমেন্ট ও ফাইল ব্যবস্থাপনার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দিতে পারে।
অ্যাকম্পলির উদ্যোক্তা হাভিয়ের সলতেরো এক ব্লগ পোস্টে লিখেছেন, মোবাইলের এই যুগে মাইক্রোসফটের উৎপাদনশীলতা বাড়ানোর উচ্চাভিলাষী প্রয়াসের অংশ হয়ে যাচ্ছি। মাত্র দেড় বছর আগে মোবাইলে ই–মেইলের সুবিধা উন্নত করতে আমরা অ্যাকম্পলি শুরু করেছিলাম। এখন মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে আমাদের লক্ষ্য আরও দূরে যাওয়ার।