সৎ ও মেধাবী রাজনৈতিক নেতৃত্ব উপহার দেওয়ার আহ্বান

0
121

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক বাঁচাও দেশ বাঁচাও “শিরোনামে” আগামী ৬ নভেম্বর ১০ম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন সফল করার লক্ষে এক বর্ধিত সভা গতকাল ৩০ অক্টোবর সকাল ১০টায় সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোয়াজ্জেম হোসেন বাদল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সৈয়দ নুরুল আবছার, আলহাজ্ব হারুন চৌধুরী নেভি, মোঃ আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মোঃ নবাব আলী, আদিল মোহাম্মদ শরফরাজ চৌধুরী, মোঃ আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, জহির উদ্দিন মোঃ বাবর, বাবু সত্য বড়–য়া, অর্থ সম্পাদক মোঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী, দপ্তর সম্পাদক হারাধন দাশ গুপ্ত, সমবায় বিষয়ক সম্পাদক হাজী বাদশা মিয়া, কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বাবু পরিপদ চৌধুরী, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক নাজের ফারুকী, ভূমি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মঞ্জু মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, সহ-প্রচার সম্পাদক, সুজন দত্ত, সহ-দপ্তর সম্পাদক আবুল হোসেন শুভ, সদস্য মোঃ ইউনুচ চৌধুরী, বাবু শুভাষ দত্ত, মোঃ ইদ্রিচ পানু, এমরানা করিম রিনা, নুরুল ইসলাম ভান্ডারী, লুৎপুর রহমান, নুরুল ইসলাম আনসারী, আলী আশরাফ, নবুওয়াত আরা ছিদ্দিকা, আব্দুচ ছবুর, জাহেদুল ইসলাম, সুভাষ দাশ, আলী ওসমান, মোঃ হারুন, বোয়ালখালী উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, পটিয়া উপজলো কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ, বাঁশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগাড়া কৃষক লীগের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ফারুক প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-কৃষকলীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তার সাথে কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল সংগঠন সাধুবাদ জানায়। গুটি কয়েক হাইব্রিড ও সুবিধাভোগীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিশাল সাফল্য ম্লান হতে দিতে পারিনা। তিনি কৃষকলীগকে ধন্যবাদ জানান কেননা এখন পর্যন্ত কৃষকলীগের নেতৃত্বে কোন রকম দুর্নীতি কিংবা অন্যান্য অপকর্মে কৃষকলীগের নেতৃবৃন্দের সম্পৃক্ততা তেমন পাওয়া যায়নি। তিনি আগামী ৬ নভেম্বর বাংলাদেশ কৃষকলীগের জাতীয় সম্মেলন সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ জেলা কৃষকলীগকে সুশৃঙ্খলতার সহিত সম্মেলন কার্যক্রম সফল করার আহ্বান জানান। সাথে সাথে আগামী সম্মেলনে সৎ, মেধাবী ও দক্ষ নেতৃত্ব বাংলাদেশ কৃষকলীগ উপহার পাবে সে আশাবাদ ব্যক্ত করেন। সভার সভাপতি বলেন- বাংলাদেশ কৃষকলীগ তৃণমূল মানুষের জন্য সব সময় কাজ করে যায়। তিনি কৃষকলীগের প্রতিটি নেতাকর্মীকে আগামী ৬ নভেম্বর বাংলাদেশ কৃষকলীগের জাতীয় সম্মেলন সফল করার জন্য নিজ নিজ দায়িত্ব সঠিক এবং সুষ্ঠুভাবে করার জন্য আহ্বান জানান। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন- বাংলাদেশ কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলন সফল করার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি সকল উপজেলা ও জেলা নেতাকর্মীদের আহ্বান জানান।