সড়কের কাজ নিয়ে দুই পক্ষের সংর্ঘষ আহত তিন

0
53

শফিউল আলম, রাউজান ঃ রাউজান পৌর এলাকার ঢেউয়া পাড়া পুর্ব শরীফ বাড়ীর সড়কের ব্রীক সলিংয়ের কাজ নিয়ে দুই পক্ষের সংর্ঘষ আহত হয়েছেন তিনজন । রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া পুর্ব শরীফ পাড়া বাড়ীর সড়কের ব্রীক সলিংয়ের কাজ করছেন রাউজান পৌরসভার অধিনে । সড়কের ব্রীক সলিংয়ের কাজ চলাকালে কয়েকদপে ইছমাইল ও তার ভাইয়েরা সড়কে ব্রীক সলিং কাজে বাধা দেয় । গতকাল সোমবার সকালে পৌর কাউন্সিলর আসাদ উল্লাহর নির্দেশে সড়কের ব্রীক সলিংয়ের কাজ শুরু করেন । সড়কের ব্রীক সলিংয়ের কাজ চলাকালে গতকাল বিকাল সাড়ে চারটার সময় ইছমাইল ও তার ভাই জাফর সড়কের মধ্যে বিছানো ইট তুলে ফেলে দেয় । এসময় কবির আহম্মদ, নুর আহম্মদ সড়কের ব্রীক সলিংয়ের ইট তুলে ফেলায় প্রতিবাদ করলে ৭০ বৎসরের বৃদ্ব কবির আহম্মদ ও নুর আহম্মদকে ধরে ইছমাইল ও তার ভাই জাফর বেদম প্রহার করেন । ইছমাইল ও জাফরের বেদম প্রহারে বৃদ্ব নুর আহম্মদের তিনটি দাত ভেঙ্গে পড়ে যায় । ৭০ বৎসরের বৃদ্ব কবির আহম্মদ ও নুর আহম্মদকে আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার পর গতকাল বিকালে রাউজান থানায় উপস্থিত হয়ে ইছমাইল ও জাফরের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করেন । অপরদিকে ইছমাইল অভিযোগ করে বলেন, আমাদেও পৈতৃক সম্পত্তি দখল করে সড়কের ব্রীক সলিংয়ের কাজ করায় আমরা আমাদের জায়গা থেকে ইটগুলো তুলে চেপে দিয়েছি । আমাদের জায়গা থেকে ইট তুলে দেওয়ায় কবির আহম্মদ, নুর আহম্মদ আমাদের ইপর হামলা করে। কবির আহম্মদ ও নুর আহম্মদ আমার ভাই জাফরকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করেন । ঘটনার ব্যাপারে উভয়ে একে অপরের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করেন । এই ঘটনার পর সড়কের ব্রীক সলিংয়ের কাজ ফেলে শ্রমিকেরা পালিয়ে যায় । সড়কের ব্রীক সলিংয়ের নির্মান কাজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এলাকায় চরম উত্তোজনা বিরাজ করছে ।