সড়কে গরু ছাগলের হাট নয়

0
103

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কে গরু ছাগলের হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সড়কে গরু ছাগলের হাটজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

জেলা প্রশাসক জানান, ‘সভায় চট্টগ্রামের কোথাও রাস্তায় খুঁটি স্থাপন করে গরু-ছাগলের হাট না বসানোর সিদ্ধান্ত হয়েছে। রাস্তায় যানজট নিসরনের লক্ষ্যে রাস্তার পাশে গাড়ি থেকে গরু-ছাগল নামানো যাবে না।  এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রেখে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ’

মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে আরো জোরদার অভিযান পরিচালনা করার জন্য সভায় সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে বখাটে ছেলেরা গরুবাহী গাড়ি থেকে কিংবা বাজারে গিয়ে চাঁদা তোলার চেষ্টা করে।  সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেয়া হয়েছে।  রাস্তায় গরু বাজার স্থাপন করে যানজটসহ জনচলাচলে বিঘ্নসৃষ্টিকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা বক্তব্য রাখেন।