সড়কে পশু কোরবানি না দিতে মেয়র নাছিরের আহ্বান

0
87

প্রধান সড়কে পশু কোরবানি না দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। কোরবানি পশুর বর্জ্য শতভাগ অপসারণ এবং নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নগরবাসীর সহায়তাও চেয়েছেন তিনি।
শনিবার (১০ আগস্ট) সকালে নগরের প্রধান ঈদ জামাতস্থল জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ আহ্বান জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, এবার শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বিভাগীয় সেল খোলা হয়েছে। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সেলের অধীনে সার্বিক দায়িত্ব পালন করবে পরিচ্ছন্ন বিভাগ।

‘নগরের ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে ৪ জন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিজে কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারক করবো।’ যোগ করেন তিনি।

ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে মেয়র বলেন, প্রাকৃতিক বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টির বিষয়টি মাথায় রেখে জামাত স্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। জননিরাপত্তায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক দায়িত্ব পালন করবে।

এ সময় চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সহকারি রায়হান ইউসুফ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, রাজস্ব কর্মকর্তা মো নাসির উদ্দিন, ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি মো সাহাবুদ্দিন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।