সড়ক বন্দ্ব করে দিয়েছে অতি উৎসাহী লোকজন

0
100

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের বিভিন্ন এলাকায় সড়কে ব্যরিকেট দিয়ে করোনা ভাইরাসের প্রার্দুভাব খেকে রক্ষার জন্য জরুরি সেবা সংস্থার দায়িত্বে নিয়োজিত চিকিৎসক, অসুস্থ রোগী, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য, সাংবাদিক চলাচলে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । করেনা ভাইরাসকে কেন্দ্র করে এলাকার কতিপয় অতি উৎসাহী কিছু লোকজন সড়কে বাশের খুটি, কাঠের গুড়ি, ইট ফেলে সড়কে ব্যরিকেট দিয়েছে রাউজানের বিভিন্ন এলাকায় । এলাকায় কতিপয় ভন্ড বৈদ্যদের কাছ থেকে তাবিজ, দোয়পড়া নিয়ে এলাকার সীমানায় তাবিজ পুতে ও ভন্ড বৈদ্যদের দোয়াপড়া বাশের খুটি দিয়ে টাঙ্গিয়ে দিয়ে করেনা ভাইরাস থেকে জনগনকে রক্ষার খতঅ বলে সড়কে ব্যরিকেট দিয়ে নিজেরাই লকডাউন ঘেষানা করে। সড়কে ব্যরিকেট দেওয়ার কারনে অসুস্থ কোন রোগীকে হাসপাতালে ও চিকিৎসকের কাছে নিতে হিমশিম খেতে হচ্ছে ভুক্তভোগীরা । অসুস্থ রোগীকে পায়ে হেটে হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করছেন অসুস্থ হওয়া রোগিদের পরিবারের সদস্যরা । সড়কে ব্যরিকেট দিয়ে করোনা ভাইরাসের প্রাদুভার্ব থেকে এলাকার লোকজনদের রক্ষা করার খতঅ বলা হলে ও রাউজানের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে জনসমাগম বন্দ্ব হয়নি । রাউজানের প্রধান সড়ক গুালোতে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের টইল দেওয়ার কারনে জনসমাগম বন্দ্ব হলেও রাউজানের বিভিন্ন এলাকার মধ্যে একত্রে বসে আড্ডা দিতে দেখা যায় এলাকার লোকজনকে । গত ৭ এপ্রিল মঙ্গলবার রাতে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল এলাকায় শত শত লোক সমাগম হয়ে চায়ের দোকানে ও মুদির দোকানে আড্ডা দেওয়ার সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ সোনবাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে জড়ো হওয়া জনতাকে ধাওয়া করে। দোকান বন্দ্ব করে দেয় । রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা ও কলমপতি এলাকার প্রবেশমুখে সড়কে বাশের খুটি পুতে সড়ক বন্দআব করে দেয়া হয় । একই ভাবে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা, সাহানগর, দলিলাবাদ, ঢেউয়া পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গাারা, পুর্ব রাউজান এলাকায় সড়কে ব্যরিকেট দিয়ে সড়কগুলো বন্দ্ব করে দেওয়া হয় । গতকাল ৮ ্এপ্রিল বুধবার ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা শান্তি নগর এলাকায় এই প্রতিবেদকের বসতবাড়ী থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য পায়ে হেটে রাউজান উপজেলা সদরে যাওয়া আসা করতে হয় । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, যে সব এলাকায় অতি উৎসাহী হয়ে সড়কে ব্যরিকেট দিয়ে সড়ক বন্দ্ব করে দিয়েছে তাদের বিরুদ্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহকে নির্দেশ দেওয়া হয়েছে । এ ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ করেনা ভাইরাসকে কেন্দ্র করে ভন্ড বৈদ্যদের কাছ থেকে তাবিজ ও দোয়াপড়া দিয়ে এলাকাকে করোনা ভ্ইারাস থেকে রক্ষার দাবী করে সড়কে ব্যরিকেট দিয়ে সড়ক বন্দ্ব করে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে রাউজান থানার ওসি কেপায়েত উল্্যাহকে ফোন করে জানানো হলে সড়কে ব্যরিকেট দেওয়া ব্যক্তিদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তার ফেইসবুকে স্ট্রাটাজে উল্লেখ করেন । গতকাল ৮ ্এপিল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে খাদ্য ও কাচাঁবাজার খেলা খাকার সময়ে এলাকার লোকজন খাদ্য ও কাচা বাজার ক্রয় করে কাধে খাদ্য ও কাচাবাজার ভর্তি ব্যাগ কাধে বহন করে তাদের বসতঘরে পায়ে হেটে আসতে হয় ।