হজ পালন শেষে সুস্থভাবে ফিরে আসার শুভকামনা

0
63
ফাইল ছবি

হজ পালন শেষে সুস্থভাবে ফিরে আসার শুভকামনা করে হজ যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা হজ কার্যক্রমে কোনো ধরনের চেষ্টার কমতি রাখিনি, তারপরেও যদি কোনো ধরনের ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

মঙ্গলবার হজ কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, জীবনকে উন্নত করার ধর্ম। এটি বিশ্বে শান্তির ধর্ম হিসেবেই পরিচিত পাক আমরা সেটাই চাই। তাই আওয়ামী লীগ সব সময় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সচেষ্ট।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ইসলাম বুঝতে পারে সে জন্য আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি মসজিদে মক্তব চালু করা হয়েছে। যাতে করে মানুষ শুদ্ধ করে কোরআন শিখতে পারে। তা ছাড়া ঘোষিত শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।’