হঠাত্‍ পানি; ৫ মিনিটে তলিয়ে গেল পূর্ব আনোয়ারা

0
93

ইমরান এমি.আনোয়ারা প্রতিনিধি:

৫ মিনিটে তলিয়ে গেল পূর্ব আনোয়ারা শুক্রবার দুপুরে মানুষ যখন মসজিদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন
হঠাত্‍ করে ৫মিনিটের মধ্যে হাটু পানিতে ভরে যায় পূর্ব বারখাইন, হাইলধর,
দক্ষিণ ইছাখালী, মালঘর, বিলপুর, জুইদন্ডী, বরুমচড়া ও তৈলারদ্বীপ এলাকা|
কোমেন আতংকে নির্ঘূম রাত কাটিয়ে যখন একটু স্বস্তির নিংশ্বাস ফেলবে তখনই
পানি এসে ক্লান্ত জনগণকে আরো ক্লান্তিতে ফেলে দিল| মানুষজন ব্যস্ত হয়ে
জিনিসপত্র গুছাতে, উপকূলীয় জনগণ আবার ফিরে গেলে আশ্রয়কেন্দ্রে, পানির
নিচে পড়ে গেল উপজেলা ভূমি অফিস, সদর  ইউনিয় ভবন ও ভূমি অফিস| এছাড়া
ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পূর্ব আনোয়ারার মুরগীর ফার্ম, মাছের ফার্মের
মালিকরা ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়ে হাইলধরের এক মাছের
ফার্মের মালিক মো. রাশেদুল ইসলাম| এদিকে প্লাবিত এলাকায় এখনও কোন সরকারী
সহায়তা আসেনি বলে জানান প্লাবিত এলাকার বাসিন্দারা | এব্যাপারে উপজেলা
নির্বাহী অফিসার ইউএনও সাইফুল ইসলাম জানান সরকারীভাবে কোন সাহায্য আসেনি
এখনো, আমরা প্লাবিত এলাকা পরিদর্শন করেছি|