হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন

0
144

মাসে একশ কোটি টাকা কিস্তিতে মোট ২ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধের শর্তে হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় jesmin_14853গ্রেফতারকৃত কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার মহানগর দায়রা জজ জহুরুল ইসলাম শর্তসাপেক্ষে এ জামিন মঞ্জুর করেন।

ইতিপূর্বে একই আদালত তাকে জামিন দিলে হাইকোর্টের এক সুয়োমোটো রুলের কারণে তার জামিন বাতিল হয়ে যায়।

এর আগে সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে গত ৭ ফেব্রুয়ারি হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে ১১টি মামলায় জামিন দেয় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ওই আদেশের বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

এ বিষয়ে প্রাথমিক শুনানি করে জামিনের আদেশ দানকারী বিচারক মো. জহুরুল হককে তলব করেন হাইকোর্ট। জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তার জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েও একটি রুল জারি করেন হাইকোর্ট বেঞ্চ।

পরে ১৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতেই আবার জেসমিনের জামিন বাতিল করা হয়। জজ আদালতের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিনে চান হলমার্ক চেয়ারম্যান জেসমিন। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

গত বছর ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার হন জেসমিন ইসলাম।