হাজীদের দ্রুত সৌদিআরব পৌঁছানোর ব্যবস্থা করুন

0
61

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ফ্লাইট বাতিল হওয়ার কারণে হজযাত্রীদের সৌদিআরব পৌঁছানো নিয়ে যে অনিশ্চিয়তা দেখা দিয়েছে, তা নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি ১০ আগস্ট ২০১৭ খ্রি. বৃহস্পতিবার, সকালে, নগরীর জেলা পরিষদ মিলনায়তনে উসমানিয়া হজ কাফেলা আয়োজিত হজ প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও আবদুর রহমান সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হাজী প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। এতে বক্তব্য রাখেন মুফতি আহমুদুর রহমান নদভী, মওলানা সিরাজউদ্দিন, নুরুল কবির, খুরশিদ আলম, উসমানিয়া হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা জমির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, হজযাত্রীরা হচ্ছে আল্লাহর মেহমান। তাই হাজী সাহেবদের জন্য কোন দুর্ভোগ ও ভোগান্তি কাম্য হতে পারে না। তিনি হজ পালনকালে হাজীদের বাংলাদেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহতায়লার নিকট দোয়া চাওয়ার অনুরোধ করেন এবং হজ শেষে তারা যাতে সু-স্বাস্থ্য নিয়ে দেশে ফিরে আসতে পারেন সে প্রত্যাশা করেন।