হাজী আলীম উদ্দীন ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ

0
130

হাজী আলীম উদ্দীন ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ মে বেলা ১২ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চরলক্ষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব চৌধুরী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জেসমিন আকতারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা শিউলী মালাকার, সুব্রত চন্দ্র দাশ, আশুতোষ দাশ, এস. এম. আলাউদ্দীন, মোঃ গোলাম মোস্তাফা, রাশেদা আকতার, মাছুমা আকতার প্রমুখ। কোরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হোসেন। নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল, মেরিন। বঙ্গবন্ধুর ৭ই মাচের ভাষণ আবৃত্তি করেন ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিরব। সভায় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন আজকের শিক্ষার্থীরা আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে নেতৃত্বে দিবে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় সুশিক্ষিত করে তোলার কোন বিকল্প নেই। আর সন্তানদের মানুষের মত সৎ চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের ভুমিকায় সবচেয়ে বেশি। একজন মাই তার সন্তান সবচেয়ে বেশি মায়া, মমতা আর দেখাশুনা করে। তিনি আরো বলেন বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে চলেছে। আর লেখাপড়ায় এখন মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফলাফল অর্জন করছে। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে সরকারের পাশাপাশি এরকম বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা দরকার।